Home » মেহেরপুরের মোমিনপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

মেহেরপুরের মোমিনপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 65 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদরের মোমিনপুরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মোমিনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রীষ্মকালীন সিম উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করা, অতিরিক্ত জৈব সার ব্যবহারের বদলে সুষম অজৈব সার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিঘা প্রতি উৎপাদন ব্যয়, লাভজনক ফলন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউপি সদস্য কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. কুতুব উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এস. আই. বাবু।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষিকে টেকসই করতে হলে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগাতে হবে। কৃষকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই ফসলের উৎপাদন বৃদ্ধি সম্ভব। বিশেষ করে গ্রীষ্মকালীন সিম একটি লাভজনক সবজি হিসেবে কৃষকদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, অযথা অতিরিক্ত জৈব সার প্রয়োগে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই সুষম সারের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর বীজ ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে কৃষকদের সক্রিয় অংশগ্রহণে মাঠ দিবস প্রাণবন্ত হয়ে ওঠে। কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সঠিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেন। এ ধরনের উদ্যোগ কৃষি খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.