মেহেরপুরের গাংনীতে সোমবার সকালে শারদ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাংনী কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করেছে শচীন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশন।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী এক শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেখা রাণী বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন শচীন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশনের পরিচালক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র দাশ, মুজিবনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন হালদার এবং শচীন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সদস্য নন্দিতা বোস। অনুষ্ঠানের পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য বিধান চন্দ্র বিশ্বাস।
শারদ বরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান উদযাপন করেন।