Home » ঘুষ না দেওয়ায় অফিস সহায়ককে বিদ্যালয় থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক

ঘুষ না দেওয়ায় অফিস সহায়ককে বিদ্যালয় থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 21 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘুষ না দেওয়ায় অফিস সহায়ক হাসানুজ্জামানকে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
হাসানুজ্জামান ২০১৫ সালের ১২ জুলাই এমএলএসএস (পিয়ন) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর সত্যতা স্বীকার করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অফিস সহায়ক হাসানুজ্জামান অভিযোগে করেন, নিয়োগের সময় প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান তার কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা নেন। এরপর ২০২৩ সালের ১৮ ডিসেম্বর পদ জাতীয়করণের সময় আরও ৫ লাখ টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকার করায় তাকে আজ বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।
প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, জাতীয়করণের সময় কিছু খরচ হয়েছিল, তবে ৫ লাখ টাকা ঘুষ দাবি বা অফিস সহায়ককে বের করে দেওয়ার বিষয়টি ঠিকনা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা আছে। লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.