Home » মহেশপুরে প্রবাসী স্ত্রীর বিষপানে আত্মহত্যা

মহেশপুরে প্রবাসী স্ত্রীর বিষপানে আত্মহত্যা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 4 ভিউ
Print Friendly, PDF & Email

 

ঝিনাইদহের মহেশপুরে ববিতা খাতুন(৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আঃ গফুর ৫ দিন আগে ওমান থেকে দেশে ফিরেছে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স দশ বছর।

কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন—এ ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.