Home » কুষ্টিয়া ব্যাটালিয়নের অভিযানে মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

কুষ্টিয়া ব্যাটালিয়নের অভিযানে মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 30 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১১ বোতল মদ ও ৩৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ তেত্রিশ হাজার পাঁচশত টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেসিও-১০৭৫৭ নায়েব সুবেদার মো. আব্দুর রব।

অভিযানকালে সীমান্ত পিলার ১৪১/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে মথুরাপুর মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় মদ ও ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.