Home » বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে মেহেরপুর জেলা থেকে  ১১জন সুপারিশ প্রাপ্ত

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে মেহেরপুর জেলা থেকে  ১১জন সুপারিশ প্রাপ্ত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 21 ভিউ
Print Friendly, PDF & Email

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে মেহেরপুর জেলা থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১১জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারি কর্ম-কমিশন (পিএসসি) থেকে ফলাফল ঘোষনা করা হয়। মেহেরপুর জেলার সুপারিশ প্রাপ্ত ১১জনের মধ্যে গাংনী উপজেলায় রয়েছে ৯ এবং সদর উপজেলায় রয়েছে ২জন।
সুপারিস প্রাপ্তরা হলেন, ডাঃ সামিয়া সুলতানা, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ,গাংনী বাজার, মহিলা কলেজ মোড়, ১.ডা. আবু জার গিফারী,রংপুর মেডিকেল কলেজ,পশ্চিম মালসাদহ,গাংনী, রুবিয়া খাতুন,বরিশাল মেডিকেল কলেজ ,পূর্ব মালসাদহ,গাংনী, ডাঃ আসিফ হাসান,চট্টগ্রাম মেডিকেল কলেজ, শিশিরপাড়া, গাংনী, ডা. নাহিদ হাসান,ঢাকা মেডিকেল কলেজ,ছাতিয়ান, গাংনী, ৫.ডা: ইশতিয়াক হোসেন,কামারখালি, মটমুড়া ইউনিয়ন,গাংনী,ডা. মোঃ মাহবুবুর রহমান নয়ন,খুলনা মেডিকেল কলেজ,চরগোয়াল গ্রাম, মটমুড়া ইউপি,গাংনী,ডাঃ ওমর ফারুক ,খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ,সিরাজগঞ্জ, চাঁদপুর, রায়পুর ইউপি,গাংনী, ডা: ফারিহা, গাড়াডোব, গাংনী, ডা. সরোয়ার রাব্বি,ময়মনসিংহ মেডিকেল কলেজ,মেহেরপুর সদর ও ডা. রাসেল রানা,ফরিদপুর মেডিকেল কলেজ,শোলমারি,মেহেরপুর সদর।
গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে মোট ৫হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। এরমধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে চুড়ান্ত সুপারিশ করা হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.