কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান ব্রিফিংয়ে জানান, অভিযানকালে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯৭ বোতল ভারতীয় মদ, ৭২০ প্যাকেট ডেক্সামিথাশন ট্যাবলেট, ৬০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি এবং ৫০০ কেজি ভারতীয় কারেন্ট জাল। এসবের মোট বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৯৪ হাজার ৫শ’ টাকা।
তাদের তথ্য অনুযায়ী, উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/১-এস এলাকায় পদ্মা নদীর পাড় থেকে ৫০০ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। একই দিনে চিলমারী বিওপির সীমান্ত পিলার ১৫৭/২-এস এলাকায় ৫০ বোতল মদ ও ৬০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়, যা ১ লাখ ৮ হাজার টাকার সমান।
এর আগে, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) অভিযানকালে পশ্চিম ধর্মদাহ বিওপির সীমান্ত পিলার ১৪৭/৪-এস থেকে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মূল্য ৪৩,৫০০ টাকা। একই দিনে কাজিপুর বিওপির সীমান্ত পিলার ১৪৫/৫-এস এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ ও ৭২০ প্যাকেট ডেক্সামিথাশন ট্যাবলেট জব্দ করা হয়, যার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং অবৈধ পাতার বিড়ি কাস্টমে জমা দেওয়ার কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সীমান্তে বিশেষ সতর্কতা অব্যাহত থাকবে।