Home » মেহেরপুরে বুড়িপোতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

মেহেরপুরে বুড়িপোতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 15 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা ও ৩নং ওয়ার্ড সহ-সভাপতি শামসুল আলম লায়লা জানান, রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি, সোটা ও রড নিয়ে অতর্কিতভাবে অফিসে হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র, ব্যানার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলাকারীরা বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হায়াতকে মারধর করে গুরুতর আহত করে বলে তিনি অভিযোগ করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শামসুল আলম আরও দাবি করেন, হামলাকারীরা এখনও হুমকি দিচ্ছে, ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অভিযোগে বলা হয়েছে, মোহানের ছেলে সোহেল, জহুরের ছেলে সাদ্দাম, আসুবের ছেলে রাজিব, সবুজ, কাসেমের ছেলে বাঁধন, রাজ্জাকের ছেলে সম্রাট, সামাদুলের ছেলে আরিফুল ও ইকলাসসহ কয়েকজন এই হামলায় জড়িত ছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.