Home » গাংনীতে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দীর্ঘদিন ধরে তালা, ভোগান্তিতে সাধারণ মানুষ

গাংনীতে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দীর্ঘদিন ধরে তালা, ভোগান্তিতে সাধারণ মানুষ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার ২নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। এতে ইউনিয়নের সেবা নিতে আসা সাধারণ নাগরিকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।

আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদে একটি সালিশ চলাকালীন সময়ে দেখা যায়, চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলছে। স্থানীয়রা অভিযোগ করেন, পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস অফিসে অনিয়মিত থাকেন। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি কার্যত পরিষদে আসছেন না। ক্ষোভ থেকে তিনি নিজ সরকারি কক্ষে তালা ঝুলিয়ে রেখেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। করমনদী গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমরা ইউনিয়ন পরিষদে আসি বিভিন্ন সেবা নিতে। চেয়ারম্যান না থাকলেও অন্তত কক্ষ খোলা থাকলে অনেক কাজ হতো। কিন্তু কক্ষে তালা থাকায় জনসাধারণের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এতে আমাদের ভোগান্তি বাড়ছে।

সহরতলা গ্রামের সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি নিয়মিত অফিসে আসেননি। এখন পুরো কক্ষ তালাবদ্ধ। এটা সরকারি কার্যালয়, জনগণের জায়গা। ব্যক্তিগত কারণে তিনি কক্ষ বন্ধ রাখতে পারেন না।

রামদেবপুর গ্রামের মজনু অভিযোগ করে বলেন, আমাদের বিভিন্ন প্রয়োজনের জন্য চেয়ারম্যানের সাক্ষাৎ দরকার হয়। কিন্তু কয়েক সপ্তাহ ধরে তিনি আসছেন না। কক্ষে তালা ঝুলছে। আমরা কোথায় গিয়ে বলব?

স্থানীয় সচেতন নাগরিকেরা বলছেন, ইউনিয়ন পরিষদ হলো জনগণের নিত্যপ্রয়োজনীয় সেবার জায়গা। সেখানে যদি প্রধান নির্বাহীই কক্ষ তালাবদ্ধ করে রাখেন, তবে সাধারণ মানুষ তাদের ন্যূনতম সেবা থেকেও বঞ্চিত হবে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যান অনেক দিন ধরেই পরিষদে থাকেন না। সরকারি কার্যক্রম চালু থাকলেও চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা জানি না। তবে চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ থাকলে তা তদন্ত করে দেখা হবে। সরকারি অফিসে এভাবে তালা ঝুলিয়ে রাখা অনিয়ম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.