কুষ্টিয়ার কুমারখালীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম কাদের শেখ (৬০)। তিনি একই উপজেলার বাসিন্দা।
বুধবার সকালে তাঁকে আদালতে নেওয়া হয়েছে বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ। পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই শিশুকে পেঁয়াজ কাটতে ডেকে নিয়ে যান অভিযুক্ত কাদেরের স্ত্রী। বেলা ১১টার দিকে ঘরে পেঁয়াজ রাখতে গেলে ওই শিশুকে যৌন নিপীড়ন করেন কাদের। বিষয়টি জানাজানি হলে গত রোববার সন্ধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে যান কাদের। আর রাতেই গ্রামবাসী তাঁর বাড়িতে হামলা চালান।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার সকালে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলার বাদী জানান, শিশুটিকে পেঁয়াজ কাটতে ডেকে নিয়ে খারাপ কিছু করেছেন কাদের। বিষয়টি প্রথমে পরিবার গোপন রেখেছিল। পরে থানায় মামলা করেছেন।
এ অভিযোগ অস্বীকার করে কাদেরের স্ত্রী সাহিদা জানান, ঘরের ভেতরে কী ঘটেছে, তা জানেন না। ভয়ে স্বামী পালিয়েছিলেন। পরে পুলিশ ধরে নিয়ে গেছে। কয়েক দিন আগে এলাকার লোকজন বাড়িতে ভাঙচুর করেছেন।