কুষ্টিয়ার কুমারখালীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার (৯ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
আসামির নাম কাদের শেখ (৬০)। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মৃত সোনাই শেখের ছেলে ও তিন সন্তানের জনক। ওই শিশু ও কাদের সম্পর্কে চাচাতো নাতিন ও দাদা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই শিশুকে পেঁয়াজ কাটতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত কাদের শেখের স্ত্রী সাহিদা খাতুন। সকাল ১১টার দিকে ওই শিশু ঘরে পেঁয়াজ রাখতে গেলে কাদের শেখ তার পরনের কাপড় খুলে যৌন নিপীড়ন করে। বিষয়টি জানাজানি হলে গত রবিবার সন্ধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে যান কাদের। আর রাতে গ্রামবাসী তার বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গত সোমবার সকালে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমনের ১০ ধারায় একটি মামলা করেন। মামলায় গত মঙ্গলবার রাতে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী বলেন, মেয়েকে পেঁয়াজ কাটতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেছে কাদের শেখ। বিষয়টি প্রথমে আমার পরিবার গোপন রেখেছিল। পরে জানতে পেরে থানায় মামলা করেছি। আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগ অস্বীকার করে কাদের শেখের স্ত্রী সাহিদা খাতুন বলেন, ঘরের ভিতরে কি ঘটেছে তা জানিনা। ভয়ে স্বামী পালিয়েছিল। পরে পুলিশ ধরে নিয়ে গেছে। কয়েকদিন আগে এলাকার লোকজন বাড়িতে ভাঙচুর করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি কাদের শেখকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ক্ষোভে বিক্ষিপ্ত জনতা আসামির বাড়িতে ভাঙচুর করেছিল।