মেহেরপুরে সংবাদ প্রতিবেদন ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ও প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলায় কর্মরত ৭০ জন সাংবাদিকের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দীন,মেহেরপুর উপজেলা নির্বাহীর অফিসার খাইরুল ইসলাম,সিনিয়ার সাংবাদিক মোস্তাফিজুর রহমান তুহিন অরণ্য।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের গুাংত্ব তুলে ধরেন এবং পেশাদার সাংবাদিকতায় প্রশিক্ষণের অবদান নিয়ে আলোচনা করেন।