Home » মেহেরপুরে বিএডিসি খামারে কর্মরত শ্রমিকের অবস্থান কর্মসূচি

মেহেরপুরে বিএডিসি খামারে কর্মরত শ্রমিকের অবস্থান কর্মসূচি

কর্তৃক Shariar Imran Mati
মেহেরপুর প্রতিনিধি 29 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর বীজ উৎপাদন খামার, বিএডিসি বারাদীতে কর্মরত শ্রমিকেরা তাদের বেতন প্রতি মাসের ৫ তারিখে মধ্যে দেওয়া ও ঈদ বোনাসসহ ৩ টি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শনিবার (৮ মার্চ), সকালের দিকে শ্রমিকরা তাদের প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে পরিশোধ, ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে ঈদ বোনাসসহ ৩ টি দাবিতে আন্দোলন করেন। পরে বেলা ১২ টার দিকে বিএডিসি উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় শ্রমিকরা জানান, বিগত বছরগুলোতে খামারে কর্মরত সকল শ্রমিক ঈদ বোনাস পেলেও এবারে ভীন্নতা লক্ষ্য করা যাচ্ছে। ৫ আগষ্টের পর থেকে নিয়মিত বেতন পাওয়া যাচ্ছে না। তাছাড়া ৫ আগষ্ট পরবর্তী শ্রমিকেরা রীতিমতো ঈদ বোনাস থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। তবে বিগত বছরগুলোতে সকলেই ঈদ বোনাস পেয়েছেন বলে শ্রমিকদের দাবি।

তারা জানান, প্রতি মাসে ১০ দিন, কেউ কেউ ২০ দিন কাজ পেয়ে থাকে এতে করে সংসার চলেনা। তাছাড়া ফসলের আগাছা নিধনে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। আগাছা নাশক স্প্রেতে জমির উর্বরতা কমছে, ধান গাছও দূর্বল ও কমজোরি হয়ে পড়ছে। এক্ষেত্রে আগাছা নিধনে শ্রমিকেরও প্রয়োজন হচ্ছে না। প্রতি একর জমিতে আগাছা নিধনে মাত্র ৬ জন শ্রমিকের চাহিদা থাকায় বাকী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। এক্ষেত্রে আগাছা নাশক স্প্রে বাদ দিয়ে শ্রমিকদের কাজে লাগানো হলে তারা কর্মহীন হবেনা। এসময় নতুন পুরাতন মিলে প্রায় ২’শ শ্রমিক অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এদিকে মেহেরপুর বীজ উৎপাদন খামার, বারাদী বিএডিসি’র উপ-পরিচালক কৃষিবিদ মিনহাজ উদ্দীন আহমেদ চৌধুরী শ্রমিকদের এ দাবি অযৌক্তিক বলে জানান। তিনি জানান, বছরে ২৪০ দিন যেসব শ্রমিক কাজ করবে একমাত্র তারাই ঈদ বোনাস পাবেন। আগাছা নাশক স্প্রের বিষয়ে তিনি জানান, টেন্ডারের মাধ্যমে কি আগাছা নাশক স্প্রে করা হবে তা নির্ধারিত। অন্য কোন আগাছা নাশক ব্যবহার করা হবেনা।

প্রতি মাসের ৫ তারিখে বেতন দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা ঠিক এমন নয় ইতিপূর্বে প্রতি মাসের ৬ তারিখ, কখনো ২২ তারিখ, কখনো বা ২৬ তারিখে দেওয়া হয়েছে। এটা আমার বিষয় নয়, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ১২ টার দিকে আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনকে ডেকে পাঠান এবং শ্রমিকদের দাবি দাবা শুনে নিয়মিত কর্মে যোগদানের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.