Home » সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার

কর্তৃক Shariar Imran Mati
ইবি প্রতিনিধি 26 ভিউ
Print Friendly, PDF & Email

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনের সাবেক সভাপতি নাহিদুর রহমান ও সহ সভাপতি জেবুন্নাহার জেবুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, এই শিশুদের সঙ্গে থেকে মনে হলো আমরা শৈশবে ফিরে গেছি। সবাই দোয়া করবেন যেন প্রতি বছর এভাবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে পারি।

সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। বইমেলা বা বিভিন্ন ইভেন্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। তাদেরকে এক বেলা ইফতার করাতে পেরে ভালো লাগছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.