মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব চাঁদবিল গ্রামে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমঝুপি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মহাসিন আলী।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মাও. তাজউদ্দিন খাঁন।
তাজউদ্দিন খাঁন বলেন,আমাদের প্রিয় দেশ বাংলাদেশ,এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় দল-মত নির্বিশেষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী দিনের ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে।তবেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে গতিশীল করে এদেশের উন্নয়ন করতে হবে।
উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির মাও. সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার,জেলা নায়েবে আমির মাও. মাহবুব উল আলম,৩নং নম্বর ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান,জামায়াত ইসলামের নেতা আনাজ আলী,আব্দুল খালেক, মাহবুব আলম, ইউসুফ, সাইদুর রহমানসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আমঝুপি ইউনিয়ন সেক্রেটারি রকিবুল আলম।