Home » মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকীতে মেহেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল

মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকীতে মেহেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল

কর্তৃক Shariar Imran Mati
মেহেরপুর সদর প্রতিনিধি 34 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলার চলচ্চিত্রের অকাল প্রয়াত মহানায়ক এস এম আসলাম তালুকদার মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে মেহেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তরিকুল ইসলাম মান্না ও তার ভক্ত বৃন্দর উদ্যোগে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ক্যাফে গার্ডেনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তারিকুল ইসলাম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক(অব:)ডক্টর গাজী রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ। রিফাত আহমেদ কৌশিক এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,বিএনপির নেতা মোশিউল আলম দ্বীপু,সামসুজ্জোহা বাবু,ফিরোজা আক্তার পপি,আনিসুর রহমান,কিশোর দাস,সহ মহানায়ক মান্নার ভক্ত বৃন্দ অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বাংলা চলচ্চিত্রে মান্নার অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মান্না শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন পথপ্রদর্শক, যিনি চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য আমৃত্যু কাজ করে গেছেন। মিলাদ ও দোয়া শেষে প্রয়াত এই কিংবদন্তির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.