Home » কুষ্টিয়ায় পাউবো অফিসে মুখোশধারীদের গুলি, আতঙ্ক

কুষ্টিয়ায় পাউবো অফিসে মুখোশধারীদের গুলি, আতঙ্ক

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 11 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সীমানা প্রাচীরে এলোপাতাড়ি গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রবিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলির এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।

জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’ এর কর্মী সম্মেলন চলছিল। এ সময় দুপুর দুইটার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি করে এবং ঐ দিক দিয়েই পালিয়ে যায়। এতে পানি উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কে পড়ে যাই। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, দুপুর আনুমানিক দুইটার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটাও জানি না। তবে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.