মেহেরপুরে দিনের বেলায় বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার সকাল ১১টার দিকে জেলার গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারের রোকন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
মার্কেটের মালিক রোকন আলী জানান, বাজারে আমার মার্কেটের দোতলায় বসবাস করে আসছি। মার্কেটের নিচতলায় একটি কক্ষে আমি ব্যবসা করে আসছি। আর দুটি কক্ষ দোকান হিসেবে ভাড়ায় দেওয়া হয়েছে। আজ সকালের দিকে লাল কসটেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ। সে না বুঝেই সেটিকে লাথি মারে। লাথি মারার সাথে সাথে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।