Home » মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দের গণসংযোগ

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দের গণসংযোগ

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 22 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বুড়িপোতা ইউনিয়নে একটি বিশাল গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার ( ১৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামের এ গণসংযোগ কার্যক্রম শুরু করেন তারা। পরে শালিকা, বাজেতপুর, হরিরামপুর, ঝাঁঝা, কানদেবপুর ও গোভীপুর গ্রামে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

নেতৃত্বস্থানীয়দের সাথে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন এবং জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দেন।

এসময় তারা বিভিন্ন এলাকায় মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দলের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন। জনগণের মতামত শোনার পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন।

এসময় মোঃ মিজানুর রহমান, মোঃ ওমর ফারুক, মোঃ লতিব বিশ্বাস, মোঃ মহিউদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ ফরিদ বিশ্বাসসহ ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.