মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা মানব পাচার প্রতিধোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মানব পাচার প্রতিধোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা মানব পাচার প্রতিধোধ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর,মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, পাবলিক প্রসিকিউটর আবু সালেম মোঃ নাসিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা,জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলার মোহাম্মদ নিজাম উদ্দিন,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচাল মোজাফফর আহমেদ প্রমুখ।