Home » কুষ্টিয়ায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 20 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ায় আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবু কাউসার।

সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব জি.এম. আতিকুর রহমান জামালী, গবেষণা কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. সাহিনুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমের প্রতিনিধি, এনজিও কর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্টির প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বলা হয় প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে মানসম্মত বিশ্বমানের আইন প্রণয়নের লক্ষ্যে দক্ষ লেজিসলেটিভ কর্মকর্তা গড়ে তোলা বিদ্যমান অধস্তন আইনসমূহ কোডিফিকেশন ও হালনাগাদ করে কোড আকারে প্রকাশ ও তা ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে জনগণের নিকট সহজলভ্যকরন, ‘লজ অব বাংলাদেশ’ ওয়েবসাইটটিকে আরও বৃহদাকারে ও নতুনভাবে প্রস্তুত, সংরক্ষণ ও পরিচালনা, লাইব্রেরি-ই-লাইব্রেরি স্থাপন, আইন প্রণয়ন পদ্ধতি এবং আইনের গ্রামারসমৃদ্ধ লেজিসলেটিভ ডেস্কবুক বাংলা ভাষায় প্রণয়ন, প্রশিক্ষণের মাধ্যমে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয় বিভাগে কর্মরত কর্মকর্তাদের আইন- প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, নির্বাচিত বাংলা আইনসমূহ ইংরাজিতে ও ইংরেজি আইনসমূহ বাংলায় অনুবাদ করা এবং আইনি অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.