Home » গাংনীতে বােমা সদৃশ্য বস্তু ও দাফনের কাপড় উদ্ধার

গাংনীতে বােমা সদৃশ্য বস্তু ও দাফনের কাপড় উদ্ধার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 69 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে লাল কস্টেপ দিয়ে মােড়ানাে ২টি বােমা সদৃশ্য বস্তু ও কাফনের কাপড় এবং হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

সােমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বাসিন্দা বস্তা ব্যবসায়ি জয়নাল হােসেনের বাড়ির গেট থেকে এগুলাে উদ্ধার করা হয়। গাংনী থানা পুলিশের একটিদল উদ্ধার করে।
গৃহকর্তা জয়নাল হােসেন জানান,এর আগেই দুর্বৃত্তরা আমার বাড়ির গেটে বােমা রেখেছিল।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,উদ্ধারকৃত বােমা সদৃশ্য বস্তুু দুটি বােমা কি না সেটি পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। কে বা কারা এগুলাে রেখে গেছে তা,সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.