Home » গাংনীতে গােল চত্বরের দাবিতে সড়ক অবরােধ

গাংনীতে গােল চত্বরের দাবিতে সড়ক অবরােধ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 10 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় গােল চত্বর স্থাপনের দাবিতে সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরােধ করে রেখেছেন। ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন,গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের ভবন রয়েছে। রােডস এন্ড হাইওয়ে সড়ক নির্মাণ কাজের দায়িত্ব রয়েছে।

নকসা অনুয়ায়ী জেলা পরিষদের ভবন ভেঙ্গে গােল চত্বর করার কথা থাকলেও মূল নকসা বাদ দিয়ে রােডস এন্ড হাইওয়ে নতুন নকসার মাধ্যমে জেলা পরিষদ ভবন ভাঙা বাদ দিয়ে দায়সারা সড়ক নির্মাণ কাজ করছে। ফলে গােল চত্বর থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

এদিকে,মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাৎক্ষনিক ভাবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে, অবরােধকারি ব্যবসায়ীরা অবরােধ তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.