মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২-১ গোলে মেহেরপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলায় প্রথম আর্ধে সাঈদের দেওয়া গোলে মেহেরপুর স্পোটিং ক্লাব ১-০ গোলে এগিয়ে যাই। দ্বিতীয়াদ্ধের তিন মিনিটের মাথায় চাঁদবিল শেরে বাংলা ক্লাবের করিম গোল করে খেলায় সমতা ফেরান। এক মিনিট পর সজীব গোল করে দলের জয় নিশ্চিত করে।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক শিরিন আক্তার ফাইনাল খেলার উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় বিজয়ী দলের করিম সেরা খেলো নির্বাচিত হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।