Home » দর্শনায় মাদক বিক্রি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, চারজন আহত

দর্শনায় মাদক বিক্রি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, চারজন আহত

কর্তৃক 2IBDzttKyWmime
নিজস্ব প্রতিবেদক 297 ভিউ
Print Friendly, PDF & Email

দর্শনা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দর্শনা থানার বেগমপুর ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করেছেন কারবারিরা। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শরিফুল ইসলাম ( ৪৫), রবিউল ইসলাম খোকা (৫৫), শিলন (২০) ও শামীম (২৩)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দর্শনার আকন্দবাড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লালু মিয়া পরিবারের সদস্যদের নিয়ে মাদক কারবার করে আসছেন। শরিফুল ইসলাম লালুসহ অন্যদের মাদক বিক্রি করতে নিষেধ করেন। এ নিয়ে শুক্রবার সকালে লালুর পরিবারের সঙ্গে শরিফুলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার দুপুর দুইটার দিকে লালু ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে শরিফুল ইসলাম ও তার নিকট আত্মীয়স্বজনের ওপর হামলা করে।

এ বিষয়ে লালু মিয়ার ছেলে মোল্লা মাদকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বাড়ির পাশে কচুশাক তোলাকে কেন্দ্র করে শরিফুল ইসলামের মেয়ে স্নিগ্ধার (২৫) সঙ্গে আমার মায়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে স্নিগ্ধার বাবা শরিফুল ইসলাম এবং তার নিকট আত্মীয়স্বজন আমাদের ওপর হামলা চালায়। আমিসহ আমার পরিবারের সদস্যরা দামুড়হুদা চিতলা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবরটি শুনে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.