Home » মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ম্যাগাজিন “রূপান্তর”এর মোড়ক উন্মোচন

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ম্যাগাজিন “রূপান্তর”এর মোড়ক উন্মোচন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 47 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ম্যাগাজিন “রূপান্তর”এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে বার্ষিক ম্যাগাজিন “রূপান্তর”এর মোড়ক উন্মোচন করা হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আব্দুল্লাহ আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ম্যাগাজিন “রূপান্তর”এর মোড়ক উন্মোচন করেন। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীরের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা।

মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মনিরুজ্জামান,মেহেরপুর সরকারি কলেজের ছাত্র অনিক হাসান, তানজিব রহমান অর্পণ, সৌরভ। মুহা. আব্দুল্লাহ আল আমিনের সম্পাদনায় বার্ষিক ম্যাগাজিন “রূপান্তর” এ মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, সহকারী অধ্যাপক মুন্সি এ এইচ এম রাশিদুল হক, কাওসার আলী, প্রভাষক নাহিদ আনদালিব, মীর মোহাম্মদ মাহফুজ আলী, সানজিদা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.