Home » ভারতের কলকাতায় বেষ্ট মেকআপ আটিষ্ট এর পুরস্কার জিতে নিলো- মাগুরার মেয়ে “শশী”

ভারতের কলকাতায় বেষ্ট মেকআপ আটিষ্ট এর পুরস্কার জিতে নিলো- মাগুরার মেয়ে “শশী”

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 50 ভিউ
Print Friendly, PDF & Email

 

মাগুরার মেয়ে শশী ভারতের কলকাতায় বেষ্ট মেকআপ আটিষ্টটের পুরস্কার জিতে নিলো

“শশী”- ২০২১ সালে চ্যানেল আই বেস্ট বিউটি মেকআপ আটিষ্ট প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছিল। এর পর থেকে  তার পথ চলা আর থেমে নেই। একের পর এক মেকআপ সেক্টরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পুরস্কার জিতে নিয়ে সে নিজেকে করেছে আরো সমৃদ্ধ ও যশবতী। একই বছর সে ভারতের মুম্বাইয়ের গুরুকুল থেকে মেকআপ আটিষ্ট এর উপর  ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে। তারই ধারাবাহিকতায় ৩১ আগষ্ট শনিবার ভারতের পশ্চিম বঙ্গের বিধাননগর সিটি সেন্টারে মেকআপ আটিষ্টদের এক জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায়ও শশী বেস্ট মেকআপ আটিষ্ট এর পুরস্কার জিতে নিলো। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুরস্কার জেতায় সে যেমন সুনাম কুড়িয়েছে তেমনি অন্য দেশে  বাংলাদেশের  ভাবমূর্তিকেও আরও বৃদ্ধি করেছে। তার পুরো নাম সামিয়া ইয়াসমিন শশী।

“শশীর” বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায়। তার পিতা মোঃ তৌহিদুল ইসলাম এবং মাতা রেহানা পারভীন। সে পিতা-মাতার দ্বিতীয় কন্যা। তার পিতা জাতীয় পত্রিকা ‘দৈনিক আমার সময়’ এর মাগুরা  জেলা প্রতিনিধি এবং অনলাইন টিভি এস এফ টিভির সহ সম্পাদক। উল্লেখ্য “শশী” ছিলো প্রতিযোগিতায় অংশ নেয়া উপস্থিত সকল প্রতিযোগীদের মধ্যে সর্ব কনিষ্ঠ । তার এই বিজয় মাগুরা জেলাকে দেশ ও বিদেশে আরো  সমৃদ্ধ করেছে। মাগুরার কাউন্সিল পাড়াতে অবস্থিত এন এস বিউটি পার্লার এন্ড ফ্যাশান হাউজ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সে একজন ক্ষুদ্র উদ্দ্যোক্তাও বটে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.