মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালের দিকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমরা সবাই ঐক্যজোট, আনসার আইন সংস্কার হোক।
এই স্লোগানকে সামনে রেখে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার কমান্ড্যান্ট বরাবর স্মারকলি প্রদান করা হয়। জেলা কমান্ড্যান্ট প্রদীপ কুমার দত্ত স্মারকলিপি গ্রহণ করেন।
বিক্ষুব্ধ আনসার সদস্যরা বলেন, দেশের ক্রান্তিকালে আমরাই কাজ করেছি। পুলিশ বা ব্যাটালিয়ন আনসারদের সঙ্গে দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। চাকরি জাতীয়করণ করা হয় না। আমাদের একটাই দাবি, চাকরি জাতীয়করণ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।