পুলিশের দায়ের করা বিস্ফোরক ও নাশকতার মামলায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল গাংনী হাসপাতাল বাজারস্থ নিজ বাসভবনের সামনে থেকে গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুকে গ্রেপ্তার করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলুকে গাংনী থানার পুলিশের দায়ের করা নাশকতা মামলা নং ২০, তারিখ ১২/১১/২৩ ইং, গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।