Home » দর্শনার ঠাকুরপুর সীমান্তে ৮ টি স্বর্ণের বারসহ আটক ১

দর্শনার ঠাকুরপুর সীমান্তে ৮ টি স্বর্ণের বারসহ আটক ১

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 175 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার কালে স্থানীয় এক

চোরাকারবারীকে আড়াই কোটি টাকা মূল্যের ৮ টি স্বর্ণেরবার সহ আটক করেছে বিজিবি ।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঠাকুরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে। এ খবর পেয়ে দর্শনার ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স  সীমান্ত পিলার ৯০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঠাকুরপুর বাগানপাড়ার বটগাছের নিচে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২ টার দিকে  একই এলাকার    ঠাকুরপুর গ্রামের বাগানপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আকরাম হোসেন (৩০) একটি মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে  যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি তাকে চ্যালেঞ্জ  করলে সে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেটে আড়াই কোটি টাকা মূল্যের ২ কেজি ৩শ৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। পরে স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

জব্দকৃত মোটর সাইকেলসহ আটক ব্যক্তিকে আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.