বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ০৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ২ নম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভাটি সকাল ৯টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সংস্থার গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় অংশগ্রহণ ও ভোটদানের জন্য সম্মানিত আজীবন সদস্যদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ভোটারদের সনাক্তকরণের জন্য সভায় যোগদান ও ভোট দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং এই বিজ্ঞপ্তির কপি সঙ্গে আনতে হবে। অন্যথায় ভোটদান করা যাবে না বলে জানিয়েছে ইউনিট কর্তৃপক্ষ।

