মেহেরপুর প্রতিনিধিঃ ১৯/০৯/২৫ ইং।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে চার জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পুশইন ব্যাক্তিরা হলেন,- চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেহলার ধরড়া গ্রামের রতন হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং ১ মাস বয়সী শিশু পুত্র ইমাম হোসাইন।
রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে রাজিমিস্ত্রির জোগালের কাজ করতেন। কয়েকদিন আগে তাদেরকে পুলিশ আটক করে বিএসএফর কাছে হস্তান্তর করে।
বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সেপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেঠকে ৪ বাংলাদেশীকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে তাদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।