প্রতারণার ২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর হাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
সনদ বড়ুয়া বলেন, র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পল্টন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর হাফিজুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহের জয়নাল আবেদীনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার হাফিজুর রহমান আর্থিকভাবে সচ্ছল মানুষদের লক্ষ্য করে তাদের থেকে লাখ লাখ টাকা নিয়ে অধিক মুনাফা দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আর্থিক লেনদেন করে আসছেন। এছাড়াও সাধারণ মানুষের থেকে গ্রহণ করা অর্থের মুনাফা দিতে দেরি হলে বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন কৌশলে সময়ক্ষেপণ করতেন। পরে গ্রাহকরা অধিক মুনাফার আশায় প্রদান করা টাকা ফেরত চাইলে আসামি নিজেকে আত্মগোপন করেন। তার এ কর্মকাণ্ডে ভুক্তভোগীরা কোনো উপায় না পেয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করেন। পরে গ্রাহকরা অধিক মুনাফার আশায় প্রদান করা টাকা ফেরত চাইলে আসামি নিজেকে আত্মগোপন করেন।তার এ কর্মকাণ্ডে ভুক্তভোগীরা কোনো উপায় না পেয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।