Home » হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব

হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 52 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, এটি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া, তাই এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সমীচীন নয়। সোমবার (৬ অক্টোবর) সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশি সাংবাদিক সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)–এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশ সরকারের অনুরোধটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বিষয়টি আইনি ও বিচারিক আওতাধীন, তাই এখনই এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।” তিনি আরও বলেন, ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। “অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণ, সিভিল সোসাইটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ভারত আশা করে—বাংলাদেশ এমন একটি নির্বাচন আয়োজন করবে যা দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে।” পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশে স্থিতিশীলতা ও অগ্রগতি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুতেই অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন এবং উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিক্রম মিশ্রির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে এটি প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। তিনি এ সময় দুই দেশের সম্পর্ককে “ঐতিহাসিক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে ওঠা” উল্লেখ করে বলেন,“ভারত বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.