Home » হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 32 ভিউ
Print Friendly, PDF & Email

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলেও পরে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় পল্টন থানার উপ-পরিদর্শক সামিম হাসান। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অর্থ ও তথ্যের যোগসূত্র নির্ণয়ের জন্য হান্নানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি অবৈধ অস্ত্র সংগ্রহের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনার কথাও আবেদনে তুলে ধরা হয়।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.