Home » হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান: ডিএমপি কমিশনার

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান: ডিএমপি কমিশনার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 29 ভিউ
Print Friendly, PDF & Email

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, “শরিফ ওসমান হাদি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত গুরুতর। হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, শুধু পুলিশ নয়, গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শুক্রবার দুপুরে কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তার সঙ্গে একজন সঙ্গীও ছিলেন। ঘটনাস্থল থেকে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হামলাকারী খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে। বিস্তারিত জানতে একাধিক টিম মাঠে রয়েছে।” ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানান, “হাদির মাথায় গুলি লেগেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি গভীর অচেতন অবস্থায় (কোমায়) আছেন।” ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। পরপরই সেখানে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতালের সামনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন জুলাই আন্দোলনের সংগঠক ও তরুণরা।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.