Home » সাহসের অভাবে পূর্ণতা পেল না বাংলাদেশের প্রস্তুতি

সাহসের অভাবে পূর্ণতা পেল না বাংলাদেশের প্রস্তুতি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 22 ভিউ
Print Friendly, PDF & Email

ডাচ-বাংলা ব্যাংক সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচকে ঘিরে মূল প্রত্যাশা ছিল দলীয় পরীক্ষানিরীক্ষা। তবে পুরো প্রস্তুতিকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত থেকে গেল আফসোস। আগের দুই ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। শেষ ম্যাচে তাদের বিশ্রামে রেখে একাদশে আনা হয় লিটন দাস ও সাইফ হাসানকে। এছাড়া দলীয় পরিবর্তন হিসেবে জায়গা পান নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশ একাদশে আসে পাঁচটি পরিবর্তন। টসে হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে লিটন দাস খেলেন দারুণ ইনিংস, অন্যদিকে সাইফ হাসান ছিলেন কিছুটা নিষ্প্রভ। মধ্যভাগে তাওহীদ হৃদয় হতাশ করলেও শামীম হোসেন, জাকের আলী ও নুরুল হাসান শেষ দিকে ঝড় তোলেন। সোহান মাত্র ১১ বলে করেন ২২ রান, জাকের ১৩ বলে ২০ এবং শামীম ১৯ বলে ২১ রান। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের রান পৌঁছাচ্ছিল ২০০–এর দিকেই। কিন্তু হঠাৎ করেই নামে বৃষ্টি। আর তা থামেনি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে এই বৃষ্টিবিঘ্ন ম্যাচে বাংলাদেশের প্রস্তুতির কিছু খামতি স্পষ্ট হয়ে গেল। বিশেষ করে এশিয়া কাপে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে বল তুলে দেওয়ার সুযোগই হলো না। ফলে দীর্ঘদিন পর দলে ফেরা এই অলরাউন্ডারকে পুরোপুরি পরীক্ষা করেই এশিয়া কাপে যেতে হচ্ছে। সবচেয়ে বড় আফসোস থেকে গেল ব্যাটিং কন্ডিশনে বড় রান ডিফেন্ড করার অনুশীলন না হওয়া। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আমিরাতে একাধিকবার ২০০’র কাছাকাছি রান করেও ম্যাচ হেরেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে যদি আগে ব্যাটিং নিত, তবে বড় রান গড়ে তা রক্ষা করার অভ্যাস তৈরি করা যেত। কিন্তু সাহসী সিদ্ধান্তের অভাবে সেই সুযোগ হাতছাড়া হলো। তবে প্রাপ্তিও কম নয়। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসকেও হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ভাষায়, “অনুশীলনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ম্যাচে কতোটা ডেলিভার করতে পারছেন। এই সিরিজ খেলার পর আমরা এশিয়া কাপের জন্য যথেষ্ট প্রস্তুত।” অতএব, নেদারল্যান্ডস সফর থেকে পাওয়া অভিজ্ঞতা আর জয়ের অভ্যাস নিয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। সাহসী সিদ্ধান্ত আর দূরদর্শিতা যদি এবার ঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার স্বপ্ন দেখতে পারে টাইগাররা।

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.