মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হকি ও বাস্কেটবল ইভেন্টে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিপক্ষ দলের অনুপস্থিতির কারণে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল হকি ও বাস্কেটবল—উভয় ইভেন্টেই ওয়াকওভার লাভ করে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও খেলা পরিচালনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক হয়।

