Home » শ্যামপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্যামপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 23 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪ ও ৫ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ঝাওবাড়িয়া সত্য সন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪ ও ৫ নং ওয়ার্ড টাইব্রেকার ৪-২ গোলে ১,২,৩ নং ওয়ার্ডকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময় কোন পক্ষে গোল করতে না পারায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। এতে ৪ ও ৫ ওয়ার্ডের পক্ষে সজীব, রাসেল, শাহিন এবং জিহাদ একটি করে গোল করেন। ১,২,৩ নং ওয়ার্ডের পক্ষে তাসিম এবং সাব্বির গোল করলেও শাকিল এর কিক প্রতিপক্ষ দলের গোলরক্ষক স্বাধীন আটকে দেন। মুগ্ধ সরাসরি গোলাবারে মারেন। বিজয়ী দলের সুমন ম্যান অব দ্যা ম্যাচ এবং শাহিন ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইকবাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্যামপুর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক রাজিয়া সুলতানা, ইউপি সদস্য আওলাদ হোসেন, সামিনা খাতুন, সাইদুর রহমান, মামলত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.