Home » শৈলকুপায় মসজিদ থেকে স্যান্ডেল চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১০

শৈলকুপায় মসজিদ থেকে স্যান্ডেল চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১০

কর্তৃক Shariar Imran Mati
ঝিনাইদহ প্রতিনিধি 20 ভিউ
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুত্বর আহতরা হলেন- গোকুলনগর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে সজল (৩০) ও তার ভাই শওকত (৩৫), মৃত আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও মৃত আনোয়ার হোসেনের ছেলে রিপন বিশ্বাস (৪৭)।
আহতদের মধ্যে শওকত কে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবীহ নামাজে আব্দুল মালেকের লোকজনের স্যান্ডেল চুরি হয়। বুধবার আবার চুরি হলে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতদের দেখতে শৈলকুপা হাসপাতালে ছুটে আসেন দিগনগর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.