Home » শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কে বি ফুটবল একাদশ

শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কে বি ফুটবল একাদশ

কর্তৃক Shariar Imran Mati
মোঃ কামাল হোসেন খাঁন 18 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কসবা ফুটবল একাদশ। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বাশঁবাড়িয়া ফুটবল একাদশকে ৪-০ গোলে পারাজি করে চ্যাম্পিয়ন হয় কে বি ফুটবল একাদশ। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাগরসহ অন্যদের হাতে ট্রফি তুলে দেন মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

আড়পাড়া গ্রামবাসীর উদ্দ্যোগে ও সাইক্লোন ক্লাব আয়োজিত খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করে। খেলা পরিচালনা করেন রেফারী জাফর উদ্দীন, সহকারী হিসেবে ছিলেন কামরুল হোসেন ও রিপন আলী।

গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, ধানখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহম্মেদ, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়াডের সাবেক মেম্বর আঃ সামাদ, ধানখোলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লালটু মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাইক্লোন ক্লাবের জামাল উদ্দীন, ফারুক হোসেন ও আরশাফুল ইসলাম।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.