Home » লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় গাংণীর মোমিনুলের মৃত্যু

লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় গাংণীর মোমিনুলের মৃত্যু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 20 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার লালন উৎসবে অংশ নিতে গিয়ে মোমিনুল ইসলাম (৩২) নামের মেহেরপুরের গাংনী উপজেলার এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

মোমিনুলের বন্ধু রাকেশ জানান, শুক্রবার বিকেলে গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে তারা লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কুষ্টিয়ায় যায়। সারাদিন ঘোরাঘুরি শেষে রাতের দিকে ক্লান্ত হয়ে তারা ট্রেনলাইনের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি ট্রেন চলে এলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করার সময় মোমিনুলের মাথায় ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মা মেমিনা খাতুন বলেন, “আমার ছেলে বিকেল তিনটার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে লালনের মাজারে অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয়। মধ্যরাতে জানতে পারি, আমার ছেলে আর বেঁচে নেই—ট্রেনের ধাক্কায় মারা গেছে।”

মোমিনুলের খালা নূরনিহার যোগ করেন, “তিনি খুবই দারিদ্র্যের মধ্যে সংসার চালাতেন। তার একটি ছোট শিশু সন্তান রয়েছে। এখন সেই শিশুটির ভবিষ্যৎ অন্ধকারে।”

কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.