দর্শনার একজন ও মেহেরপুরের একজন ছাত্র রোবট নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২০ সেপ্টেম্বর দর্শনা ও মেহেরপুর থেকে ঢাকা বিমানবন্দরে যাবেন তারা। আগামী ২১ থেকে ২৬ সেপ্টেম্ববর তারা সেখানে অবস্থান করবে। চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর বিমানযোগে রোবট প্রতিযোগিতায় মালয়েশিয়ার উদ্দেশ্যে তারা রওনা দেবেন। তারা হলেন- দর্শনা সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র জাহিদ হাসান জিহাদ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র তোহা বিন আসাদ (দ্বীপ)।
জাহিদ হাসান জিহাদের নেতৃত্বে রোবটটি নির্মাণ করা হয়। এ রোবটটি নিয়ে ওয়ার্ল্ড ইনভেনশন কমপিটিশন অ্যান্ড একজিবিশন (ডবিউলিআইসিই) এ মালয়েশিয়ায় তারা দুজন অংশ নেবে। রোবটটির নাম দেওয়া হয়েছে হ্যাজার্ড। বোম্ব ডিফিউজ/হ্যাজার্ড হ্যান্ডেলিংয়ের জন্য রোবাটটি কাজ করবে। পুঁতে রাখা বোমা অনুসন্ধান ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কাজ করতে সক্ষম।
এছাড়া হিংস্র পশু-পাখি বা মানুষের ক্ষতি সাধনকারী যেকোনো বিষয় সতর্ক করতে সক্ষম হবে। জ্যামিং সিস্টেমে হ্যাজার্ড রোবোটটি বৈশিষ্ট্য বহুমুখী সেন্সর দিয়ে ডেটা সংগ্রহ ও বিশে¬ষণ এবং লাইভ ভিডিও ট্রান্সমিশন। এছাড়া অগ্নি শনাক্তকরণ ও নির্বাপণ করতে সক্ষম। অত্যাধুনিক রোবোটটিং সিস্টেম যা বিপজ্জনক কাজগুলো মানুষের বদলে করতে সক্ষম হবে বলে জাহিদ হাসান জিহাদ প্রতিনিধিকে জানান।