Home » রায়পুরে ৩ বিঘা জমির কলার কান্দি কেটে তশরুপ করেছে দুর্বৃত্তরা

রায়পুরে ৩ বিঘা জমির কলার কান্দি কেটে তশরুপ করেছে দুর্বৃত্তরা

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 8 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার রায়পুর উলু গাড়ির মাঠে ৩ বিঘা জমির কলার কান্দি কেটে তশরুপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৯ শতাধিক কলার কান্দি কেটে তসরুপ করে।

মেহেরপুর সদর উপজেলা রায়পুর গ্রামের বাহাদুর শেখের ছেলে মুস্তাকিম আলী ফকির রায়পুর উলু গাড়ির মাঠে ৩শ গজের ব্যবধানে তিন বিঘা জমিতে কলার গাছ লাগান। এর মধ্যে দুই বিঘা জমির কলা ১ লক্ষ ৬০ হাজার টাকায় বিক্রি দেওয়া হয়েছে। দু’একদিনের মধ্যে কলা গুলো কাটার কথা। তার পাশেই আরো একটি জমিতে এক বিঘা জমির কলার গাছ লাগান। কলাগুলো পরিপুষ্ট হয়েছে। এরই মাঝে রাতের আধারে দুর্বৃত্তরা ওই জমি দুটিতে প্রবেশ করে ৯ শতাধিক কলা গাছের কাঁধ কেটে তসরুপ করেছে।

সরেজমিন দেখা গেছে, দুটি জমি জুড়ে টুকরো টুকরো কলা পড়ে রয়েছে। মুস্তাকিম আলী ফকির জানান, গত ১০ আগস্ট খন্দকারপাড়া বিলের মাঠে একই কায়দায় আরও একটি জমিতে কলার কান্দি কেটে তসরুপ করে। মাত্র দেড় মাসের ব্যবধানে ৩ বিঘা জমিতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুস্তাকিম আলী ফকির জানান।

এদিকে মাঠে ফসল কেটে তসরুপ করার ঘটনাই মেহেরপুরের চাষীদের মাঝে দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.