মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেনের সাথে মত বিনিময় করেছেন ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামের বিএনপি নেতা কর্মীরা।
শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র কার্যালয়ে মতবিনিময় করেন তারা। পরে বিএনপি নেতা কর্মীরা মোঃ আমজাদ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য প্রার্থী মোঃ আমজাদ হোসেন।
মো : আমজাদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে বিএনপি সব সময় ভূমিকা রেখেছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে।
এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় কালে ধানখোলা ক অঞ্চল বিএনপির সাবেক সভাপতি মুস্তাক আহমেদ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ফেরদৌস,রহিদুল ইসলাম , ময়নাল ,আব্দুর রাজ্জাক ,মানিক,স্বপন ও রাজা সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

