Home » মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 45 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তাজউদ্দিন খান বৃহস্পতিবার বিকেলে ব্যাপক গণসংযোগ করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তাজউদ্দিন খান বিভিন্ন পেশা ও বয়সের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় সমস্যাগুলো শোনেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। উপস্থিত ভোটারদের উৎসাহিত করে তিনি বলেন, “আপনারা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং জাতীয় নির্বাচনে জনগণের শক্তি দেখান।”

এ সময় তাজউদ্দিন খানের সঙ্গে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, নায়েবে আমির মাহবুবুল আলম, আল-আমিন হোসেন এবং আব্দুর রউফ মুকুলসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ প্রার্থীর প্রচারণা কার্যক্রমকে সমর্থন জানান এবং ভোটারদের কাছে প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী তাজউদ্দিন খানের এই গণসংযোগ কার্যক্রম স্থানীয় ভোটারদের মধ্যে তার উপস্থিতি দৃঢ় করার পাশাপাশি ভোটের দিন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে নির্বাচনী এলাকায় প্রার্থীর পরিচিতি এবং জনসমর্থন বাড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.