Home » মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট বাংলাদেশের শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ মোট ১০ জন উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএসএফের পক্ষে ১৬১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুভাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১৩ জন সদস্য অংশ নেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডারগণ একে অপরকে স্বাগত জানান ও কুশল বিনিময় করেন। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্তের সার্বিক পরিস্থিতি, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার রোধ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক পুশ-ইন বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং উভয় দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পিলার ৮৭ হতে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতারবিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপনের প্রস্তাবনা উত্থাপন করা হয়। জবাবে ৬ বিজিবির অধিনায়ক জানান, প্রস্তাবিত এলাকাটি পূর্বে অনুমোদিত হলেও বর্তমানে ভৌগলিক পরিবর্তন বিবেচনায় নতুন করে যৌথ পরিদর্শন (JRD) করা প্রয়োজন। তিনি বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন প্রস্তাবনা প্রেরণের পরামর্শ দেন।

এছাড়াও উভয় পক্ষ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। বৈঠক শেষে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন।

শেষে, আগামী দিনগুলোতেও বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পতাকা বৈঠকটি শেষ হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.