Home » মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে; সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের পদোন্নতি লাভ

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে; সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের পদোন্নতি লাভ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 62 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন উপাধাক্ষ হিসাবে পদোন্নতি লাভ করার পর মেহেরপুর সরকারি মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শিক্ষক মরহুম আকবর হায়দারের ছেলে আব্দুল্লাহ আল আমিন ১৯৮৭ সালে গাংনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি,১৯৮৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অনার্স এবং ১৯৯৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

সুবক্তা এবং লেখক হিসাবে ব্যাপক পরিচিত আব্দুল্লাহ আল আমিন ১৮ বিসিএস শিক্ষা ক্যাডারে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি প্রভাষক হিসেবে মেহেরপুর সরকারি কলেজে চাকুরী জীবন শুরু করেন । তিনি ২০০৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২০১৪ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি দুই বছর চুয়াডাঙ্গা সরকারি কলেজে দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল আমিন মেহেরপুরের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.