Home » মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্যে ক্ষুব্ধ সংবাদকর্মীরা

তথ্য অধিকার আইন ছাড়া তথ্য দিতে নিষেধ আছে’

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্যে ক্ষুব্ধ সংবাদকর্মীরা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো সাংবাদিককে তথ্য অধিকার আইন ছাড়া কোনো তথ্য দেবেন না। বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের কর্মীরা সদর উপজেলার কৃষি অফিসে তথ্য নিতে গেলে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের কোনো তথ্য দেননি। তিনি বলেন, ‘তথ্য অধিকার আইন অনুযায়ী লিখিত আবেদন ছাড়া কোনো ধরনের তথ্যই সাংবাদিককে দেওয়া সম্ভব নয়।’

এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, গণমাধ্যম কর্মীরা নিয়মিতভাবে কৃষি বিভাগের তথ্য সংগ্রহ করে জনস্বার্থে সংবাদ পরিবেশন করেন। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তার এমন অবস্থান সংবাদকর্মীদের কাজে বড় বাধা হয়ে দাঁড়াবে।

সাংবাদিকরা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ও মাঠপর্যায়ের রিপোর্টিংয়ে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার কথা। কিন্তু দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার এ ধরনের মন্তব্য তথ্যপ্রবাহকে সীমিত করার সামিল।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক হোসেন বলেন, ‘তথ্য অধিকার আইন মূলত সাধারণ জনগণকে সরকারি তথ্য সহজলভ্য করার জন্য প্রণয়ন করা হয়েছে। গণমাধ্যমের কাজ হলো তথ্য সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়া। ফলে কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকদের কাছে আইন দেখানোর অজুহাত দিতে পারেন না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাকে উপর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আইন অনুযায়ী লিখিত আবেদন ছাড়া তথ্য পাওয়া যাবে না।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.