নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ আবদুল ছালাম গতকাল বুধবার ( ৩ সেপ্টম্বর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। ডিসি ড. মোহাম্মদ আবদুল ছালাম তার বক্তব্যে বলেন, “মেহেরপুর কৃষি নির্ভর জেলা। তাই কৃষির উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে। কৃষকদের পরিশ্রমের মূল্যায়ন করতে হবে। এছাড়া, জেলার শিক্ষার হার এখনও কম। আমি চাই, ৩ থেকে ৬ মাসের মধ্যে মেহেরপুরকে শতভাগ সাক্ষরতার জেলা হিসেবে গড়ে তুলব। আমাদের কাজের দায়িত্ব কখনো ফাঁকি দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের মাধ্যমে মানুষের জন্য সঠিক তথ্য পৌঁছানো জরুরি। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য তথ্যও দেওয়া হবে, যা সম্ভব না হলে বিনীতভাবে জানানো হবে।” ডিসি জানিয়েছেন, তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের উন্নয়নে কাজ করছেন। নতুন হাসপাতাল ভবন চালু হলে জেলার চিকিৎসা সেবা সমস্যার সমাধান হবে। গাংনী ডিসি ইকো পার্ক, ক্রীড়া সংস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি তুহিণ অরন্যো, দৈনিক আমাদের সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ দৌলা রোজা, সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বাসাস প্রতিনিধি দিলরুবা খাতুন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, নিউজ চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি রাশেদ খান, জিটিভির প্রতিনিধি রফিকুল আলম, সময় টিভির বেনী ইয়ামিন মুক্ত, আমাদের সময়ের মীর মহলায় শিশিরসকালের খবরের লিটন মাহমুদ, ইত্তে ফাকের আমিরুল ইসলাম অল্ডাম, এখন টিভির মুজাহিদ আল মুন্না, মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপানা সম্পাদক মাহাবুব চান্দু, কাল বেলার আল রাফি, ৭১ টেলিভিশনের বেনিইয়ামিন মুক্ত, একুশে টেলিভিশনের ফারুক হোসেন, শেখ শফি প্রমুখ।